এমন নয় যে, বারবার ভালোবাসি বললেই—
ভালোবাসা যাবে বেড়ে,
ভালোবাসা! সে তো নিজের মতো করেই বাড়ে
স্বর্ণলতার মতো বাড়তেই থাকে
আর বাড়তেই থাকে।

এমন নয় যে, বারবার কাছে আসলেই—
হয়ে যাবে কেউ, কাছের মানুষ,
হৃদয়ের জোছনায় ভিজে ভিজেই—
যেতে হয় কাছে
কাছে থেকে আরো আরো কাছে
হতে হয় কাছের মানুষ।

এমন নয় যে, হাতে হাত ধরলেই—
হয়ে যায় ছোঁয়া,
ছোঁয়া তো হৃদয়ের নিবিড় আলিঙ্গন
বহুদূরে থেকেও— একান্ত কাছে
ছুঁয়ে ছুঁয়ে থাকে, নিষণ্ণ চেতনে
আর ছুঁয়ে থাকে সবটুকু শিহরণে।

এমন নয় যে, পথ হাঁটলেই—
যাবো পৌঁছে— হৃদয়ের গন্তব্যে,
ভালোবাসাহীন পথের গন্তব্য থাকে না
অথচ ভালোবাসা জমে গেলে
পথে নামলেই— তোমার গন্তব্য
তুমিই গৃহ, তুমিই চৌকাঠ— হৃদয় কপাটের।

♥️
২৩ নভেম্বর, ২০২২