এবার আমিও দেবো বেচে এই পতাকা
তুলবো নিলামে
যতটুকু আছে লাল-সবুজ ঐ নাইলন ফেব্রিক্সে
তিরিশ লক্ষ আত্মা আর চার লক্ষ বীরাঙ্গনার ইজ্জত সমেত।

আমিও এবার বেচে দেবো নদী
আটশত নদীর সবকটা শাখা-প্রশাখা
ফুটে থাকা জল-কুমুদ, ইলিশের ঝাঁক, পলির আস্তরণ
বেচে দেবো নাব্যতা
বেচে দেবো সবটুকু জল।

আমিও এবার মানচিত্র বেচে দেবো
যতটুকু আছে সীমানা আঁকাবাঁকা, সাগর সমেত
পাহাড়—ঝরনা—অরণ্য
পাখপাখালির কিচিরমিচির
বেচে দেবো সবগুলো গ্রাম
শহর
পাকা রাস্তা কাঁচা রাস্তা আবাদি জমিন
বেচে দেবো সবকটা বাঙালি সমেত।

একেকজন বুর্জোয়া রাজনীতিকরা পতাকা বেচে দিচ্ছে— ক্ষমতার দামে
একেকজন দেশপ্রেমী উপদেষ্টারা বেচে দিচ্ছে পদ্মা মেঘনা যমুনা— বন্ধুত্বের দামে
একেকজন দরবেশ কূটনীতিকরা সীমান্ত বেচে দিচ্ছে— আত্মতুষ্টির দামে।

দিনরাত বেচাকেনার এ কালোবাজারে
আমিও হবো এক সাধু বিক্রেতা
করবো বিকিকিনি এদেশের মাটি।

এই পতাকা বেচে দেবো— নিঃশর্ত আত্মসমর্পণের দামে
নদীনালা বেচে দেবো— অবাধ বহতার দামে
মানচিত্র বেচে দেবো— স্বাধীনতার দামে।

সাহস থাকে তো ফাঁসির দাবী নিয়ে এসো
পরে নেবো গলে দেশপ্রেমের দামে।


২৮ জুলাই ২০২০