এখন আমার সকাল পোড়ে
দুপুর বিকেল রাত্রি পোড়ে
তোর বিহনে তোর বিহনে
আকাশ পোড়ে চন্দ্র পোড়ে
রংধনুর ঐ রঙও পোড়ে
শ্বাস পোড়ে হায় তোর আগুনে
শিরায় শিরায় অনল দহে
তোর বিরহে তোর বিরহে।
বুকের জমিন বসত পোড়ে
লাগছে আগুন সব সীমানায়
লাল কমলা হলুদ আগুন
জ্বালায় পোড়ায়, পোড়ায় জ্বালায়
কি বেদনা কষ্ট ঘোরে
কবিতাদের শব্দ পোড়ে
মটমটে ঐ শব্দ শুনি
তোর বিহনে দুচোখ পোড়ে
বুকটা পোড়ে ঠোঁটও পোড়ে
চলছে দহন সত্তা জুড়ে।
কোথায় যাবো কোথায় যাবো
কোথায় গেলে শান্তি পাবো
পুড়বে না আর হৃদয়খানি
পুড়বে না আর বসতভিটে
বুকের জমিন সবুজ হবে
বলো তারে কোথায় পাবো।
লাগছে আগুন তোর বিহনে
বাড়ছে জ্বালা ধিকিধিকি
এমন আগুন যায় না দেখা
যায় না ঢাকা কোনোমতে
আয় ফিরে আয় কোথায় আছিস
কলকল ঐ ঝরনা হয়ে
যা না বয়ে হৃদ-জমিনে
ঝর রে বুকে বৃষ্টি হয়ে
যাক না নিভে মরার আগুন
আয় না ফিরে আয় না ফিরে।