পৃথিবীর পথে হেঁটে চলা আমি অসহায় মুসাফির
বিবেকের চোখে মাটিচাপা দিয়ে ঘুরি হয়ে অস্থির।
ভুল দেখে কিছু বলতে পারি না, বুক করে ধরফর
উঁচু শিরে কভু এগুতে চাইলে, হাঁটু কাপে থরথর।
অন্যায় দেখে গায়ে দেয় কাটা, ঢেউ জাগে লাল খুনে
বিড়ালের মত ধমকিয়ে উঠি কুকুরের সাথে রণে
বুঝে শুনে সব নিতে হয় মেনে উঁচু শির করে নত
বিবেকের ঘুণ কুঁড়ে কুঁড়ে খায়,বাড়ে হৃদয়ের ক্ষত।
সব দেখে সাজি অন্ধ আমি, সব শুনে হাটকালা
সব জানি,শুধু বলতে জানি না, মুখেতে ঝুলাই তালা।
বুঝে গেলে কিছু, বনে যেতে হয় বুদ্ধিতে প্রতিবন্ধী।
জীবনের ভয়ে নীরবতা করে জালিমের সাথে সন্ধি।
ভিতুদের দেশে বীরপুরুষের ভাগে শুধু জিল্লতি
কাপুরুষ সেজে বেঁচে যায় প্রাণ,সাহসী হলেই ক্ষতি।
স্বাধীন দেশেতে কত কিছু, নেই প্রতিবাদে স্বাধীনতা
নিজের বিবেকে মেনে নিতে হয় অন্যের অধীনতা।
সন্ত্রাস ঘুরে বুক উচু করে, নির্দোষ থাকে বন্দী
প্রাণের ভয়েতে বাহু হয়ে যায় বিবেকের প্রতিদ্বন্দ্বী।
বিবেকের চোখে মাটিচাপা দিয়ে রবো আর কতকাল
চলো জেগে উঠি, মিসমার করি ভিতুদের বেড়াজাল,