কেন জীবনের স্বাদ ছেড়ে দাও
পথ না পাবার ভয়ে
পথ দিয়ে গড়া ধরণী তামাম
দেখো শুধু বের হয়ে।


যেদিকে তোমার ফেলবে দুচোখ
সেদিকেই আছে পথ
চায় যদি মন আকাশেও চলো
থাকে যদি হিম্মত।

এ পথের শেষে থেমে যাও, পাবে
ওপথের দর্শন
না থেমেই যদি হেটে যাও, হবে
পথেরই বর্ষণ।


যেখানে তোমার মন চায়, তুমি
যেতে পার সেখানেই
পথ শেষে ফের পথের দিশা
পথের অন্ত নেই।