মধুর ফাগুনে কবির কাননে ফুটেছিল ফুলকলি
দখিনা বাতাসে সলাজ সুবাসে হেসে যায় দুলি দুলি।
মোহিত নয়নে গভীর চাহনে চেয়ে চেয়ে ভাবে কবি
বলে সে মনেতে, আমার বাগেতে কবে পুষ্পিত হবি!
কলি ভাবে, আহা! কবি কত ভাল, বোঝে ফুলদের কথা
একটি ফুলকে ফোঁটাতে ধরায় তার কত ব্যকুলতা।
প্রত্যেহ ভোরে বাগানের ধারে বিড়বিড় করে কবি
চেয়ে কলি পানে আপনার মনে স্মরে জানি কার ছবি।
কলি ভাবে, কবি নিজ কবিতায় লিখবে আমাকে নিয়ে
কবি বলে, কলি, মনের ইচ্ছা মেটাব তোমাকে দিয়ে।
কলি ভাবে আহ! কবি মহিয়ান দয়াবান ফুল তরে
কত ভালবাসে, কত খেয়াল রাখে, কেউ যেন নাহি ছিঁড়ে
একদা প্রভাতে কবির বাগেতে ফুল হল বিকশিত
কবি এসে তাতে এঁকে দিল চুম, ফুল হল শিহরিত।
কলি ডাকে কবি, ছেঁড়ো না আমায়, লিখ কবিতার মাঝে
কবি ভাবে, ফুল মানাবে খুবই প্রিয়ার খোঁপার ভাঁজে।
কত চিৎকার কত অনুনয় কত হাহাকার ফুলের
কবির মনেতে বাঁধেনি কিছুই, কবি নিল তারে তোলে।
নিস্পাপ মনে ফুটেছিল ফুল পৃথিবীকে ঘ্রাণ দিতে
ক্ষণিকের ভবে দেখা হল এক স্বার্থপরের সাথে।