হীন দুনিয়ার মহাজনদের লাত্থি মারো
ভক্তি ছাড়ো, ফুঁসলে উঠুক খুনের সাগর।
অত্যাচারির রক্তিম চোখ খামচে ধরো
আছড়ে ফিরো পরাশক্তির বুলেটবহর।
তামাম জাহার সব মাজলুম ঐক্য গড়
হাতুর মারো হায়নাদের ঐ দন্ত নখে।
পায়ের তলে পিষ্ঠে ফেলো বিলাস মহল
শাবল গাঁথো হারামখোরের ঘৃণ্য বুকে।
জেগে ওঠো আজ সব জড়তা কবর দিয়ে
শপথ নিয়ে নিজ অধিকার করতে আদায়।
পরাধিনতার ভাঙতে শিকল, করতে আজাদ
হানো আঘাত চালবাজদের কুট কলিজায়।
আর চেয়ে নয়; নিজ অধিকার নাও ছিনিয়ে
দাও দেখিয়ে নেই ঘুমে কেউ; সবাই জেগে।
কেউ না এলে একাই তবে সামনে চলো
আওয়াজ তোলো, দেখবে হাজার তোমার আগে।