আমি কোন কবি নই
জীবনের থেকে কুড়ানো শব্দে জীবনের কথা কই
পৃথিবীর পথে 'ঘুরিয়া ফিরিয়া' শিখে গেছি বোনা ছন্দ
সাহসের ভরে লেগে যাই কভু কবিদের সাথে দ্বন্দ্ব
আবুঝ পাঠক প্রশংসা করে দু চোখ করিয়া বন্ধ
জানি না তো হায়! জামানা আমায় দেবে কোন কারাদণ্ড
পৃথিবীর পথে কত ব্যথাতুর চোখে ছাওয়া নীরবতা
উর্ধ আকাশে দীর্ঘ নিশাস, ভেসে যায় ব্যকুলতা
পুড়ে যাওয়া বুকে খুঁজে ফিরি ভাব, খুঁজি কবিতার ভাষা
হৃদয়ের ছাই হৃদয়ে বিলাই হৃদে সপি ভালবাসা
কবির আসরে প্রবেশ নিষেধ আপন মনেতে রই
আমি কোন কবি নই
শব্দে শব্দে গেঁথে দেই মালা, করে বসি শত ভুল
হৃদয় পুড়িয়ে গন্ধ বিলিয়ে দিতে হয় সে মাশুল
কবি কবিতার বুঝি না কিছুই,পৃথিবীর কথা কই
আমি কোন কবি নই
কত না সাধন কত আরাধন শেষে হতে হয় কবি
কত নিয়মের কত বেড়াজাল কত যোগ্যতা লভি
আমি তো জানি না, মানতে পারি না, পাই না তো খুজে থৈ
আমি কোন কবি নই
পৃথিবীর পথে হাজার বছর হেঁটে চলি আমি একা
সাহারার বুকে আজও ভাস্বর এ আমার পদরেখা
ভুল করে এসে ভুলে গিয়ে পথ ভুলের মাতমে রই
আমি কোন কবি নই