যাও চলে যাও
চাইলে আবার আসতে পারো ফিরে
এ কবির কুঁড়েঘরে।

যেতে চায় কেউ, বিদায়ী সালাম
এলে অভিনন্দন
যাওয়া আাসা এ তো ধরণীর নীতি
কেনো তবে ক্রন্দন!

এসো যদি এই কবির দ্বারে
পাবে তবে ভালবাসা
ফিরে যেতে চাও, মেনে নেবে তাও
পুষবে না মনে আশা।

কাউকে কভুও ডাকবে না পিছু
করবে না অভিমান
বেলা অবেলায় মিলবে সবার
নিজ নিজ প্রতিদান।

যাও বলে যাও
কখোনো আবার আসবে কি ওগো ফিরে?
এ কবির কুঁড়েঘরে।