শহুরে অভিধান পুড়ে যায়
গুমট বাতাস যখন অস্থির হয়ে বলে
ওপাশের জানালাটা খুলে দাও
পার্শ্ববর্তী এক ওল্ডহোমে তখনো হাহাকারের প্রতিধ্বনি ;
আলোকটা ইচ্ছে করে নিভিয়ে দিলে
অথবা আঁধারে মজে গিয়ে স্ন্যাপশট মিস করলেও সে প্রতিধ্বনি
এখনো বাস্তব,
যেমনি সত্য দিবসের শুরুতে বক্সলাইফের পেছনে ছোটুছোটি ।
সদ্য মুক্তি পাওয়া বন্দির চোখে
তখন বিষ্ময়
ধূমায়িত চায়ের কাপ
আজ কত আধুনিক !!
হিপ হপ অথবা শ্যাম্পেনের মতো ।
এভাবে কিছুকালের শব্দচারণ
ইতিউতি করে
তথাকথিত বিশিষ্ট সমাজের মস্তিস্কে,
এতো অসঙ্গতির ক্যানভাস দেখে প্রকৃতির বুকে এখন উত্তরহীন শূন্যতা
যুবকের চোখে কিছু মাদকতা
তরুণীর না বলা কথার ব্যথা
আর তোমাদের নগরে শুধুই পাশবিকতা।