শেষ হলো বাংলাদেশ ক্রিকেট ফেস্টিভ্যাল ২০১৪
আব্দুল্লাহ আল মামুন : ক্রিকেট প্রেমীদের জন্য বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ''বাংলাদেশ ক্রিকেট ফেস্টিভ্যাল ২০১৪'' শেষ হয়েছে ।বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি দৃক গ্যালারীতে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন সংঠনের প্রেসিডেন্ট জুনায়েদ পাইকার ।
গত সোমবার শুরু হওয়া এ ফেস্টিভ্যালে ছিল বাংলাদেশ ক্রিকেটের গৌরবময় সব অধ্যায়ের প্রদর্শনী ।
গ্যালারীতে দেখা যায় বিভিন্ন স্মরণীয় ম্যাচের ছবি,জাসি, স্ট্যাম্প,ক্যাপ আরো কত কি ।ছিলো সবচেয়ে কম বয়সে টেষ্টে আশরাফুলের দুনিয়া কাঁপানো সেই সেঞ্চুরীর ব্যাট ।প্রয়াত ক্রিকেটার মানজার রানার জাসি।মুশফিকুর রহিমের ব্যাট, যেটা দিয়ে তিনি টেষ্টে দ্বি শতক হাঁকিয়েছিলেন ।আরো ছিলো বিশ্বের সব নামী ক্রিকেটারের অটোগ্রাফ।ওয়াসিম আকরাম, গ্রাহাম গুচ, মাইক অথার্টন, ল্যান বোথাম,গেরি ক্রিস্টেন,মালিঙ্গা এবং সুনীল গাভাস্কারের ছবিতে তাদের অটোগ্রাফ। ক্রিকেটের বরপুত্র শচিন এবং ব্রায়ান লারার গ্লাভসও এখানে প্রদর্শিত হয় । ফেস্টিভ্যালের ব্যাপারে
জুনায়েদ পাইকার বলেন, ''আমাদের ক্রিকেট ঐতিহ্য ধরে রাখার জন্যই ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন এই প্রদর্শনীর আয়োজন করেছে।ভবিষ্যতে একটি ক্রিকেট আর্কাইভ তৈরির কথা আমরা ভাবছি ।আর্কাইভ তৈরিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।''
প্রদর্শনী ছাড়াও এ ফেস্টিভ্যালে ক্রিকেট ভিত্তিক সেমিনার অনুস্ঠিত হয় ।