বসন্ত এসেছে দ্বারে;
বল,কি করে করি বরণ তারে?

কেন কোকিল সুমধুর কণ্ঠে
আজিকে গায় না কুহু কুহু গান?
কেন চতুর্দিকে ভাসে আজ
কাকের কর্কশ কন্ঠের বান?

কেন পলাশ-কৃষ্ণচূড়ার
টুকটুকে লাল এতো মলিন?
আমার ভাইয়ের বুকের খুনে
প্রকৃতি আজ এতটা রঙিন!

রং-বেরঙের সাজ-মিছিলে
নিত্য আসে যে ফাগুন,
কেন,এসেছে এবার সঙে নিয়ে
মন-মানব পোড়ানো আগুন?

এ বসন্ত চাই না!
তবে কি বসন্ত আসবে না?

১৪/০২/১৫