ভোরের শিশিরে সিক্ত সবুজ ঘাসে
রিক্ত পায়ে হাঁটা হয়নি বহুদিন,
হয় নি স্নিগ্ধ সকালের সুবাতাস
মিশানো মিষ্টি রোদে রৌদ্রস্নান!
মধ্য দুপুরে মধ্য মাঠে মাথা ফাটানো
কড়ারোদে দিকহীন দৌড়ঁঝাপ,
কিংবা বিকালের শান্ত-শীতল
প্রকৃতির সাথে সুগভীর ভাব!
দেখা হয় নি সন্ধ্যাকাশে
অস্তদিগন্তের লাল আভার বিচ্ছুরন,
কিংবা রাতের আকাশে
রবির রুপালি রূপের প্রতিফলন!
শোনা হয় নি নীড়ে
ফেরা পাখির কণ্ঠে কলকাকলি,
কিংবা হুতোম পেঁচার
ভয় জাগানো ডাকের কলি!
সে কি আলস্য?
নাকি যান্ত্রিক ব্যস্ততা?
করেছে আমায় এমন
'ঘরকুনো'!
১২/০২/১৫