ভাবনারা কেন জানি
আজ বিক্ষিপ্ত!
বিচরণ বৃত্তের বাইরে
কিংবা পরিধির দিকে!
শত প্রচেষ্টা,শত সাধনা,
কেন্দ্রীভূত করার অদম্য বাসনা!
কম্পাসের অধারালো কাঁটার মত
পিছলে যায় বারংবার!
নিব ভাঙ্গা পেন্সিলের মতন
আহত নিউরনেরা
মনের ক্যানভাসে কাটছে
শুন্য-সাদা দাগ!
তবে,সহজেই হাল ছাড়ছি না!
প্রয়োজনে কম্পাসের কাঁটায় আসবে
সূক্ষ্ম-স্থির ধার!
পেন্সিলের ভাঙ্গা নিবে আসবে
পূর্ণতা!
আমার অংকিত বৃত্তের
ভেতরেই বিক্ষিপ্ত ভাবনারা হবে
অবিক্ষিপ্ত বাসিন্দা!
এই আমার দৃঢ় সংকল্প!

১১/০৪/১৫