মার্তৃগর্ভের মাংসপিন্ডে,
অদ্ভুত অবিশ্বাস এক কান্ডে;
অংকিত রুপায়নে এক অপরুপ
ভ্রূণে;আসে অবিনশ্বর রুহ!
ভূমিষ্ঠ নিষ্পাপ শিশু ভূধরে,
বেড়ে উঠে ধীরে ধীরে;
ফুটে পুষ্প রাশিরাশি; অশুষ্ক অধরে!
বিকশিত পুষ্পের সুগন্ধে,
বাগানের প্রতিটি রন্ধ্রে;
কেটে শত গন্ধের দ্বন্ধ,
ছড়ায় চিরশ্বাশত এক ছন্দ!
বাগানের প্রতিটি প্রানী,
মাড়িয়ে শত হতাশা-গ্লানি;
পায় প্রকৃত পুষ্প-বাণী!
গন্ধ-পুষ্প-বৃক্ষের প্রস্থানে,
অশ্রু-লহু ঝরে কোটি প্রাণে!
চলে গিয়ে সেই শিশুটি পরপারে,
বেঁচে রয় কোটি মানবের অন্তরে!