প্রথম পৃথিবীর বুকে,
সত্যের শিখা সাথে;
ঘটে মানবের আগমন!
কালের চক্রে ঢুকে,
অসত্যের অগ্নি!
সত্যের সাথে অসত্যের;
চলে তুমুল লড়াই!
প্রকম্পিত,ক্ষত-বিক্ষত হয় জমিন;
অসত্যের জয়ে!
সত্যকে মিশিয়ে দিতে চায়;
ধুলির প্রান্তরে!
কিন্ত সত্য সে তো,
নয় অপসৃত হবার মতো!
সত্য সদা উদ্ভাসিত!
অসত্যকে দুমড়ে-মুচড়ে,
বারবার হয় সত্যের বিজয়!
ধরণী তখনি সাজে নবরুপে,
বিরাজ করে সুখ-স্বর্গীয়!