হে স্বদেশ!
শকুনের হিংস্র থাবায়
তোমার দেহ আজ ক্ষতবিক্ষত,
বুকছিঁড়ে নিত্য বহে রক্তগংগা!
মজলুমের আর্তনাদ আর
হাহাকারে ভারী হয়েছে তোমার
অম্বর-পাবন,
চতুর্দিক থেকে ভেসে আসে
সন্তান হারা বাবার বোবা কান্না,
ভাই হারা বোনের বুকফাটা আর্তনাদ,
নিরপরাধে বন্দী মায়ের চার মাসের
দুগ্ধপোষ্য শিশুর দুগ্ধকান্না!
এনাকোন্ডার মতো আস্ত গিলে খাবার প্রয়াসে
তোমাকে নিয়ে ষড়যন্ত্রের জাল
বুনছে সাম্রাজ্যবাদী শক্তি!
উস্কে দিচ্ছে ভাইয়ের প্রতি ভাইকে,
গড়ছে বিভেদ প্রাচীর রক্ত-
সেতুবন্ধনে!
ক্ষমতার মোহ
দেখিয়ে বিবেককে করছে অন্ধ!
তোমার গর্ভে লালিত সাহসী,
নির্ভীক বীর-সন্তানেরা পেরেছে বায়ান্নে,
উনসত্তরে, একাত্তরে!
পারবে কি এবার?
ছিন্ন-ভিন্ন করতে শত্রুর
ষড়যন্ত্র-জাল,
ভেংগে দিতে অশুভ শক্তির
বিষদন্ত,
উপড়ে ফেলতে জালিমের
মসনদ!
পারবে কি গড়তে?
একটি শান্তির
সোনার বাংলাদেশ।
২২/০৬/১৪