ক্লান্তিকে মুক্তি
দেহকে অবসাদ
প্রাণকে সতেজতা
দিতে ছুটে গিয়েছি কর্নফুলির তীরে।
চেয়েছি...
সাঝের অস্তদিগন্তের
হলদে-রক্তিম আভায়,
হিম-শীতল তনু জুড়ানো দখিনা বাতাসে,
জীবনের কাটাকে থামিয়ে দিবো
পণ্যহীন স্থির জাহাজের মতো!
গড়বো মিতালী
ঢেউয়ের পরের ঢেউ এর সাথে!
সোডিয়াম বাতি আর জেলে কুটিরে জ্বালানো
প্রদীপের আলোয় গুনবো আকাশের তারা!
কিন্তু...
ব্যস্ত মাঝি ব্যস্ত সাম্পাণে
ফের নামিয়ে দিলো
ব্যস্ত শহর-তীরে
এই আমাকে!
05/09/2014