পাছে ফেলে কোলাহলময় শহুরে
ইট-পাথুরে এ যান্ত্রিক জীবন,
বারবার গিয়েছি ছুটে সবুজ গাঁয়ে
প্রাণ ভরে নিতে পল্লীমাটির ঘ্রান।
সবুজে-সবুজে সাজাতে
মোর অবুঝ এ হৃদয়,
হেটেছি শত,কত আঁকাবাঁকা
মেঠো পথে রিক্ত পা'য়।
সোনালী ধানে সোনালী রোদে
সেজে দিগন্ত বিস্তৃত বিল,
কৃষকের মুখে ফুটিয়েছে হেমন্ত
সোনালী হাসি অমলিন।
হেমন্ত শেষে জড়োসড়ো দেহে
ঠকঠক কড়া নেড়ে শীতের আগমন,
এনেছে বয়ে ঠান্ডা আমেজ
হিম হিম উত্তরীয় বাতায়ন।
কোথা পাবে ভাই এমন
সবুজ-শ্যামল পল্লী গাঁ?
সে যে আমার চিরসুন্দর
চোখ জুড়ানো বাংলা মা!
১৬/১১/১৪