অব্যক্ত আবদ্ধ কথারা,
বক্ষপিঞ্জরে করছে বিপ্লব!
বুকফেঁড়ে বেরিয়ে আসার
তীব্র প্রচেষ্টা!
সাইমুম ঝড় হয়ে
দমকা হাওয়া তুলেছে
মনের মরুভূমিতে!
কুরুক্ষেত্রে পরিনত
মনমন্দির!
অথচ স্বাভাবিকে বেরিয়ে তারা,
বিপ্লবী বাণী হয়ে
বিপ্লবীর অন্তরে তুলতো
বিপ্লবের-ঝংকার!
বৈশাখী ঝড় তুলতো
জালিমের নিউরনে!
এলোমেলো করে দিতো
শত্রুর ষড়যন্ত্র-পরিকল্পনা!
কাঁপণ ধরাতো
জালিমের অন্তরে!
ছিন্নভিন্ন করতো
বাতিলের মসনদ!
কিন্তু তা আজ অজানা
ভয়ে ভীত,
বন্দী জিঞ্জিরে!
একি তাঁর হীন হেকমতের ফল?
নাকি মোর চিত্ত দুর্বল?
01/05/15