কন্টকাকীর্ণ পথ,গন্তব্য সুদূর;
পদে পদে বিপদ,পথ বন্ধুর!
অমানিশা অন্ধকার সেখানে,
মৃত্যুর হাতছানি প্রতিক্ষণে!
নিশুতি রজনী,গহীন আঁধার
পেরুলেই মিলবে আলো,
শ্বাপদসংকুল পথ,দিতে পাড়ি,
এক সাগর রক্ত ঢালো।
পাছে ফেলে সকল বাধা-ভয়,
চলো নিশানা উড়াই,করি মৃত্যুকে জয়!
হিম্মত বুকে,ভাঙতে শৃংখল,
এসেছে এ পথে,শত সাহসীর দল!
বিজয়ের নেশায় মোরা মত্ত-মাতাল,
সম্মুখে চলো,আনি সোনালী সকাল!
০৬/০৫/১৫