প্রকৃতির সংস্পর্শ
ইচ্ছে জাগায় মিশে যেতে
চিরচেনা সবুজ প্রকৃতির
মাঝে!
পাতা হয়ে
হিমেল বাতাস,ভরিয়ে তুলি
বিশুদ্ধ অক্সিজেনে!
ফুল হয়ে
সুমিষ্ট-সুবাসে,
মৌ মৌ গন্ধে করি
মাতাল পাবন!
পাখি হয়ে
মিষ্টি-মধুর তানে তুলি
কিচিরমিচির-কলরব!
সুপেয় পানি হয়ে
ক্লান্ত পথিকের অশান্ত তৃষ্ণা
করি নিমিষেই শ্রান্ত!
খুঁজলে আমায়
খুঁজে পাবে প্রত্যেক প্রকৃত
প্রকৃতি প্রেমিক!
পাবে সবে সন্ধান
সবুজ-শ্যামলের সমারোহে!
প্রতিটি প্রাণের প্রণয়ে!
মাটির পরতে পরতে
পাবে পদচিহ্ন!
তুমি,খুঁজবে কি আমায়?

23/04/15