তুমি কি মোর
কাঠবিড়ালি হবে?
পাঁচডোরা নয়!নয় তিনডোরা!
মেটে কিবা কালোও নয়!
হবে কি মোর?
টুকটুকে লাল কাঠবিড়ালি!
যাকে পাওয়া হবে দুর্লভ!
অমাবস্যায় হাতে চাঁদ পাবার মতো!
ঘন লোমের লম্বা লেজের মত
হবে তোমার করোটির কেশগুচ্ছ !
হবে তুমি আরো লাবণ্যয়ী!
আকর্ষী চোখে রেখে চোখ
হবো আমি চির আসক্ত!
মসৃণ হাতে রেখে হাত
ঝড়-ঝঞ্ঝা,বাঁধা-বিপদ
পেরিয়ে পাহাড়-পাথার
যাবো সুখ-স্বর্গপানে!
তুমি কি মোর
কাঠবিড়ালি হবে?
টুকটুকে লাল কাঠবিড়ালি!