কত যে হৃদয় ভেঙে চৌচির;
কেউ কি রাখে খবর তার?
সে তো বোঝে যাতনা-মর্মর;
আঘাতে হৃদয় ভাঙে যার!

ধরণীর চেয়ে ভালোবাসে যারে;
বোঝাবে তারে কেমন করে,
যতনের অভাবে ভালোবাসার মুকুল;
বোঁটায় যে শুকিয়ে মরে!

ভালোবাসার বোঁটা রয়ে যায় অনন্ত;
শুকিয়ে যায় না তা যে,
অমাবস্যায় আবার,ভালোবাসার ব্যাথা;
হৃদয়-মন্দিরে বাজে!

এভাবে কেটে যায় সময়;
ঘুমহীন কাটে কত দিবস-রজনী,
ভালোবাসার জানালায় উকি দেয়
আবার কোনো এক সজনী!

ভাঙা হৃদয়ে লাগে জোড়া
শুকায় আঘাতের ক্ষত,
নবরুপে সাজে ভালোবাসা;
নতুনকে ভালোবাসে সাধ্যমতো!

সখি,একেই কি বলে ভালোবাসা?
যে ভালোবাসা যাতনা;হৃদয় ভাঙে,
পারি না কি ভালোবাসিতে তারে?
যার ভালোবাসায় হৃদয় রঙে!

ভালোবাসার কথা যারে;
ভুলেছো বাসিতে তারে ভালো,
পারলে ভালোবাসিতে তারে;
জ্বলবে হৃদয় মন্দিরে আলো!