হে গুলমোহর!
আমি পড়েছি তোমার প্রেমে,
তোমার আগুন রূপে আমি বিদগ্ধ!
তুমি করেছো আমায় প্রেমিক,
করেছো মুগ্ধ!
যতই দেখেছি তোমায়
দু আঁখি হয়েছে বিমোহিত অংগার!
মাদাগাস্কার থেকে এ বাংলায়,
ছড়িয়েছো এক রুপের যাদু!
রাধাচূড়া কিবা কৃষ্ণচূড়া,
যে নামেই ডাকুক তোমায় লোকে,
তুমি আমার গুলমোহর!
বসন্ত কিবা বৈশাখে,
যখনি পৃথিবীর যে প্রান্তে,
ফুটো তুমি;
তোমার রূপের ঝলকে,
ঝলসে যাবে জানি; যেকোনো প্রেমিক!
তোমার লাল-হলুদ রূপে,
মিটাও আমার তিশনা!
আমি যে এক তৃষ্ণার্ত প্রেমিক!