হয়নি জানা তোমারি কাছে
কতটুকু ছিলাম দামি
স্বপ্নের পুরুষ হতে পেরেছিলাম কিনা
তোমার গল্পে আমি।
সময়ের স্রোতে এসেছিলাম আমি
তোমার ওই হৃদয় মাঝে
বরণ করে নিয়েছিলে আমায়
তুমি কৃষ্ণচূড়ার সাজে।
ক্ষনিকের সেই একটু দেখায়
বলেছিলে ভালোবাসি
মায়ার বাঁধনে বেঁধে ছিলে আমায়
তাই আজো বারে বারে ফিরে আসি।
ছায়ার মতো পাশে ছিলে মোড়
সারাটি অঙ্গ জুড়ে
হাজারো অভিযোগ ছিল যে তোমার
শুধুই আমাকে ঘিরে।
অভিমানের সেই গল্পগুলি আমার
আজও ভীষন মনে পড়ে
গল্পগুলো কি আজ সমাপ্তির পথে
খুব জানতে ইচ্ছে করে।
আমার স্মৃতিগুলো আর করে না ভীড়
তোমার ওই গল্পে জানি
উপসংহারে শুধু রইলাম পরে
তোমার গল্পে আমি।