কোথায় পাবো মূল্য শ্রমের
আর কতকাল ঝরবে জ্বল,
শ্রমিক বলে আর কতকাল
করবি তোরা এমন ছল।
রাবন বেশে আর কতকাল
করবি এমন কুপোকাত
বুঝবি কবে,আদম হয়ে
শ্রমিকের এই আর্তনাদ।
অনাহারে কোলের ছেলে
ক্ষুধার্ত আজ কাটছে দিন
কাদের কাছে দেবো বিচার
শুধবে কে মোর কায়িক ঋণ।
ন্যায্য মূল্য পাওয়ার লাগি
চলবে কতো আন্দোলন
আর কতকাল পাথর হয়ে
থাকবে বসে মহাজন।
দিন মুজুরের গল্পগুলো
লেখবে কোন আজ কলামিস্ট?
মিডিয়াতে করবে প্রচার
কে আছিস ভাই জার্নালিস্ট।