সর্বনাশা নদী
কলমে মোঃ মামুন অর রশীদ

নীড় হারা আজ শত মানুষ
চোখে দুঃখের জল
সর্বনাশা নদী রে তুই
করবি কত ছল।

তোর কিনারে বেঁধে বাসা
নিঃস্ব হলো মনের আশা
আর কতকাল ভাঙ্গবি হৃদয়
বল না আমায় বল।

সর্বনাশা নদী রে তুই
করবি কত ছল।

তোর দুই ধারে বসে
করতাম খেলা কতো
অসময়ে মারলি ছোবল
কাল নাগিনীর মতো।

এই দুচোখের জল
আর দেখবি কত বল
সর্বনাশা নদী রে তুই
করবি কত ছল।

যা ছিল মোর সহায় সম্বল
একটুখানি ভুলে
কেরে নিলে হায়নার মত
তোর সর্বনাশা কূলে।

রাত কাটে আজ অনাহারে
নেই বিশুদ্ধ জল
সর্বনাশা নদী রে তুই
আর করবি কত ছল।