পড়ার টেবিলটা ওরে খোকা
তুই রাখিস যত্ন করে
জীবন গড়ার লক্ষ্য হতে
যাস না কভু সরে।
আসে যদি কালবৈশাখী ঝড়
সত্য বলার পথে
উত্তরটা তুই নিসরে খুঁজে
সেই পড়ার টেবিল হতে।
লাভ-ক্ষতির সেই হিসেবগুলো
হয় যদি তোর ভুল
অথৈ নদীর মাঝেও যদি
না পাস খুঁজে কূল।
বুঝবি তবে তোর লক্ষ হতে
আছিস অনেক দূরে
হৃদয়টা তোর হয়নি ব্যাকুল
কবিতার ওই না সুরে।
সমাজের এই অসঙ্গতি
যখন দেখবি দুচোখ মেলে
ভেঙে দিবি সেই অনিয়মগুলো
শিক্ষার আলো জ্বেলে।