পল্লীসমাজ
             মোঃ মামুন অর রশীদ

রুপকথার সেই গল্পগুলো আজ
কোথায় হারিয়ে গেলো
সাজানো ওই পল্লীসমাজ আজ
কেনই বা এলোমেলো।

            সংস্কৃতির নামে অপসংস্কৃতির যেন
                  বসেছে নিদারুণ মেলা
            আধুনিকতার নামে চলছে যে আজ
                          ধর্ম নিয়ে খেলা।

কৃষাণ কৃষাণির মুখে নেই আজ
মায়া ভরা ওই হাসি
আগের মতো যায় না শোনা
সেই রাখাল ছেলের বাঁশি।

             উজান ভাটির এই দুনিয়ায়
                   কোন বা সুখের ভিড়ে
             অশান্তি আজ করছে বিরাজ
                       মোদের কুঁড়ে ঘরে।

সভ্যতারি ছায়াতলে মানুষগুলো
নেই কেন আজ
তবে কি? অন্ধকারে যাচ্ছে ডুবে
আমাদের এই পল্লীসমাজ।