ভোরের রবি জাগার আগে
কে দিলো রে হাঁক
মধুর সুরের পরশ মাখা
কোকিলের ঐ ডাক।
চারদিকে ওই ভেসে আসে
তারই মধুর সুর
রহমতের ওই দুয়ার খোলা
নয়কো সমুদ্দুর।
বলনা ও ভাই নবীন চাষী
কোথায় পাবো তাকে
ভোর সকালে মধুর সুরে
আমারে যে ডাকে।
কোথা হতে ডাকে পাখি
নিশি হতে ভোর
পাঁচ ওয়াক্ত সালাতে যে
ডাক শুনা যায় ওর।
ফজর, যোহর,আসর শেষে
মাগরিবের ওই ক্ষণে
মসজিদে যায় ছুটে সবাই
তৃপ্তি পেতে মনে।