ঈদের খুশির চাঁদ উঠেছে
দেখ না আকাশ পানে
খুশির বার্তা পৌঁছে গেছে
সবার কানে কানে।
ধনী গরীব নেই ভেদাভেদ
নেইতো দুঃখের কান্না
চারদিকে আজ বইছে যেন
ঈদের খুশির বন্যা।
বাঁকা চাঁদের মৃদু আলোয়
উদ্ভাসিত চারিদিক
ভোরের আলোয় খুশির জোয়ার
যাচ্ছে ছুটে দিকবিদিক।
কবুল করো হে দয়াময়
একটি মাসের রোজা
দাও মুছে সব জীবন থেকে
যত আছে গুনহার বোঝা।
নতুন দিনের নতুন পোশাক
সামাই মুড়ি খেয়ে
প্রাণভরে সব করবো দোয়া
ঈদ গাহাতে গিয়ে।