চারিদিকে আজ নেইতো হাওয়া
খোদার কাছে শুধুই চাওয়া
পার করো না এই মুসিবত
রহম করো দাও অসিয়ত।
ক্লান্ত পথিক ক্লান্ত মানুষ
তপ্ত রোদে হচ্ছে বেহুঁশ
পথে ঘাটে উড়ছে ধুলো
নীরব ডালের পাখিগুলো।
ভোর দুপুরে সকাল সাঁঝে
ক্লান্তি সবার হৃদয় মাঝে
পথের ধুলায় পা পুড়ে যায়
চারিদিকে আজ ভিশন বালাই।
মাঠে ঘাটে নেইতো জল
গাছের ডালে নেইতো ফল
তৃষ্ণা বুকে রাখাল ছেলে
বাঁশির সুর ও যায় যে ভুলে।
ঈশান কোণে নেইতো মেঘ
কমছে কাজের গতিবেগ
কৃষক শ্রমিক মরছে ধুকে
ক্লান্তির ছাপ সবার বুকে।