চক্ষু মেলে দেখ চেয়ে মা
সজ্জিত আজ স্মৃতিসৌধ
দলবেঁধে আজ গাইছে সংগীত
হিন্দু-মুসলিম কিংবা বৌদ্ধ।
কুচকাওয়াজ আর স্বদেশী গানে
বিজয়টাকে করছে বরণ
লাল সবুজের গালিচা দিয়ে
বীর যোদ্ধাদের করছে স্মরণ।
অশ্রুসিক্ত সেই নয়ন থেকে
মুছে ফেলো ওই চোখের বালি
ভেঙ্গে ফেলো সব বন্ধ দুয়ার
হাতে তুলে নাও বিজয় র্যালি।
প্রাণভরে মা দেখনা চেয়ে
জীবনটা তো অবিনশ্বর
যুগের পরে যুগ পেরিয়ে
বিজয়ের আজ পঞ্চাশ বৎসর।
থমকে আছে ভোরের আলো
শিশির ভেজা দূর্বাঘাস
এমন দিনে চুপ কেন মা
দেখ চেয়ে আজ বিজয় উল্লাস।