বেলা-অবেলায় খুঁজি তোমায় রোজ
জানো কি বেলা তুমি
তুমিহীনা এই শুন্য হৃদয়
আজও নিষ্প্রাণ মরুভূমি।
বিষন্নতার সেই মহাপ্রলয়ে
হারিয়েছি বেলা তোমায়
অভিমান ভুলে আজো কি বেলা
মনে পড়ে এই আমায়।
চাকরিটা নিয়ে কত যে স্বপ্ন
ছিলো দুজনের মনে
নিস্তব্ধতার প্রহর গুনতাম
প্রতিটি অনুক্ষণে।
বাস্তবতার এই করালগ্রাসে
আজ দুজনে বন্দি মোরা
একই নদীর মাঝে আজ যেন
ভিন্ন দুটি ধারা।
চাকরিটা বেলা পেয়েছি সত্যি
তোমায় শুধু পাইনি
তোমার আমার এই প্রেমের মিলন
আমার খোদাই হয়তো চাইনি।