আমলনামা
মোঃ মামুন অর রশীদ
এই দুনিয়াদারির মোহে পড়ে আজ
করছো কতো কী কামায়
ক্ষমতার লোভে কত যে পাপ লিখিয়েছো
তোমার ওই আমলনামায়।
পাপ-পুণ্যের রথে চরে আজ
দিচ্ছ আকাশ পারি
হালাল হারাম না মানিয়া
গড়ছো স্বপ্নের বাড়ি।
স্বার্থকে আজ পুঁজি কোরিয়া
গড়েছো টাকার পাহাড়
ফিরে দেখো নি ওই পথশিশুর দিকে
ওরা কি পাচ্ছে দু-মুঠো আহার।
রোজ হাশরের ময়দানেতে
যেদিন ঝড়বে অঝোরে বৃষ্টি
মহান রবের আদেশে আবার
তোমায় করবে পুনরায় সৃষ্টি।
কি জবাব দেবে সেদিন তুমি
উত্তর খুঁজবে কোথায়
ঐ মিজানের পাল্লা ভারী না হলে
জীবন তোমার ভরবে দুঃখ ব্যথায়।
থাকিতে সময় রিজিকের খোরাক
হালাল পন্থায় কামা
দম ফুরোলে হবে রে বন্ধ
তোমার ওই আমলনামা।