কুড়ে ঘরে, বাস করি ভাই
    নাইকো দাস ও দাসী
অপরূপ এই সোনার বাংলায়
           আমি নবীন চাষী।

হাল ধরেছি, করছি শপথ
    রাখবো দেশের মান
অকাতরে বিলিয়ে দেব
        নিজের মন ও প্রাণ।

কে যাবে ভাই সঙ্গে আমার
    বীর যোদ্ধার বেসে
দেশের তোরে জীবন দিয়ে
        ধন্য হবে শেষে।

লাল সবুজের এই পতাকা
   থাকবে যতদিন
দেশের তরে কমবে না মোর
      ভালোবাসার ঋণ।

ক্লান্তি শেষে রোজ নিশিতে
    যখন দেখি চাঁদের হাসি
গর্ব করে তখন বলতেই পারি
         আমি বাংলাদেশী।