মাগো তোমার মুখের ভাষা করতে রক্ষা
জীবন দিয়েছে কত বীর
হাসিমুখে করেছে মৃত্যুকে আলিঙ্গন
ছেড়েছে তাহার সুখের নীড়।
চোখের সামনে মৃত্যু দেখেও
হাঁটেনি তারা পিছু
তোমার সম্মান করতে রক্ষা নীরবেই
সহ্য করেছে সবকিছু।
ভাষার জন্য এতটা ত্যাগ স্বীকার
করেনি গো মা কোন জাতি
বুকের তাজা রক্ত দিয়ে
ভাঙ্গেনি রাজাকারের ঘাঁটি।
স্বদেশের তরে করেছে যারা
নিজের জীবন বিসর্জন
তাদের হৃদয় থেকে শ্রদ্ধা জানাই
বাঙালি জাতি মোরা প্রতিক্ষণ।
ভিনদেশিরা করুক না গো মা যতই
তোমার মুখের ভাষাকে তিরস্কার
কেউ না মানুক আমি তো মানি
এই ২১-ই আমার অহংকার।