ভালোবাসার পিদিম জ্বলে
সকল হৃদয়ের অনুকূলে,
ভালোবাসার ফুল বাগানে
হৃদয় নাচে আনন্দ ক্ষণে।

ভালোবাসার সাত রঙে
সবাই চলে একই তালে,
শিশু থেকে বুড়ো
সবাই সবার হিরো।

ভালোবাসা সবার অধিকার
থাকবেনা কোন জাতি ধর্ম বর্ণ ভেদা ভেদ মধ্যকার,
ভালোবাসা হতে পারে মা বাবা ও সন্তানের প্রতি
আত্মীয় স্বজন, সমাজ কিংবা প্রকৃতি।

ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকা নয়
ভালোবাসা শুধু কপোত কপোতী নয়,
ভালোবাসা শুধু নারী পুরুষ নয়
ভালোবাসা সবার জন্য নিয়ে আসতে পারে বিজয়।

ভালোবাসা শুধু গোলাপ ফুলের মধ্যেই নয়
ভালোবাসা প্রকৃতির নানান রুপের মধ্যে ও হয়,
ভালোবাসা শুধু সুখের মধ্যে সিমাবদ্ধ নয়
ভালোবাসা দুখের মধ্যে ও নিহিত রয়।

ভালোবাসা সবার তরে
ভালোবাসার পরশ সবার ঘরে ঘরে,
হৃদয়ের মাঝে বসত যার
সকল ঝড় অতিক্রম করে আসবে বার বার।

ভালোবাসা বয়ে আনতে পারে অসাধ্য সাধন
পস্পরের অনুভবে বাঁধনে বাঁধন।


তারিখঃ ১৪/০২/২০১৮