শব্দ দূষণ
জব্দ জীবন
হরহামেশায়
চলছে ভীষণ।
আইন আছে
নেই প্রয়োগ
আছে জরিমানা
দেয়না কোন আনা।
শব্দ দূষণ
রোগীর রোগ বৃব্ধির কারন,
যখন হাসপাতালের সামনে
হর্নের গতি বেড়ে যায় আপনে আপনে।
যারা হলেন হার্টের রোগী
তারা সবচেয়ে ভুক্ত ভোগী।
স্কুল কলেজের সামনে দিয়া
হর্ন বাজাতে বাজাতে যায় চলিয়া,
একটু অনুভূতি নেই তাদের মনে
কতো ছাত্র ছাত্রীর ক্ষতি হয় অকারনে।
ফুটপাতে হাটে যারা
অযথা হর্নের কারনে হতোভাগ তারা,
শব্দে আজ মোদের জীবন জরাজীর্ণ
কানের পর্দা ফেটে জীবন হয় বিপন্ন।
শব্দ দূষণ
শিশুদের মস্তিস্কের ক্ষতির কারন,
বিকাশ ঘটেনা পূর্ণরূপে
ক্ষতি হয় জীবন দুকে দুকে।
তাই শব্দ দূষণকে না বলি
রাষ্ট্রের কর্ণ ধারকে না দেয় গালি
এটাই আমরা মুখে মুখে বলি
আর দেশের আইন মেনে চলি।
তারিখঃ ১৫/০২/২০১৮