কোন এক বৃষ্টি ঝরা রাতে
বসে ছিলাম একই সাথে,
প্রেমের পিদিম জ্বালিয়ে
মনের আঁখি খুলিয়ে।
চোখে চোখ রেখে
মনের আলপনা একে,
হারিয়ে যাই কোন সুদূর
নাম না জানা এক অচিনপুর।
মনের জালের এক কোনে
বেধে ছিলাম প্রেমের টানে,
প্রেম যমুনার সমুদ্রে
হাবু ডুবু খাচ্ছিলাম একত্রে।
নদীর স্রোত যতোই তীব্র হয়
মনের ভিতর জাগে শুধু ভয়,
তবে প্রেমের স্রোত যতোই বাড়ে
মনের ভিতর প্রেমের কড়া ততোই নাড়ে।
বায়ুর তরঙ্গ যতোই তীব্র হয়
প্রেমের তরঙ্গ তার অধিক বয়ে যায়,
নীল আকাশের আচল তলে
প্রেমের জোয়ার বয়ে চলে।
দুজন দুজনার
মিলে মিশে একাকার,
প্রেমের তরী লইয়া
বৈঠা বিহীন যাই বাইয়া।
গগন পানে তারার সনে
মুখোমুখি সঙ্গোপনে,
আলতো করে পরশ পেলে
মনের দরজা দিয়ে খুলে,
ঢুকে পরি একই তালে
ভালোবাসি শুধু ভালোবাসি বলে।
তারিখঃ ০৪/০৫/২০১৮