পরন্ত বিকেল বেলায়
দোলনায় বসে দোলছি একা,
চেয়ে চেয়ে গুনছি গগনের রঙিন রেখা
পাখিরা তুলে আনছে বুনো লতা।

ফুলেরা দুলছে মৃদু ছন্দে
ভোমর উড়ছে গুনাঞ্জনে,
প্রজাপতিরা বসছে ফুলের ডালে
মৌমাছিরা ব্যাস্ত মধু আহরণে,
ছোটরা খেলছে হেলে ঢুলে
কি আনন্দ লাগছে পরন্ত বিকেলে।

সাঁঝের ঘণ্টা বাজলো সখা
চারিদিক লাগছে ফাকা ফাকা,
মনে হচ্ছে আমি এখন একা
ফিরে যেতে হবে ঘরে যথাতথা।

সন্ধ্যার আয়োজন চলছে ঘরে
প্রার্থনা করবো প্রভুর স্মরণে,
বিকেলের কোলাহল আর
সন্দার মন্দাভাব অতিবাহিত
হচ্ছে প্রতিদিনের নিয়মে।


তারিখঃ ০৬/০২/২০১৮