কোন এক দিন নিরালায় নির্জনে
বসে ছিলাম গভীর এক বনে,
ভাবতে ছিলাম বসে আনমনে
উদাসিত মনে প্রকৃতির সনে।

কি নিদারুন সৃষ্টি এ ভুবনময়
চাঁদ তারা সূর্য যেটা চিরন্তন অবক্ষয়,
মনোরম পরিবেশ বর্ণিল হাওয়া
সৃষ্টির শ্রেষ্ঠ জীব এটার জন্যই পাওয়া।

কি অপরূপ রুপে সজ্জিত এই ধরিয়া
তোমার সৃষ্টির সকল জীবের লাগিয়া,
এই ভবে পাঠিয়েছ নিজের হাতে গড়িয়া
গাছ পালা তরু লতা অলংকার পড়িয়া।

আকাশের বুকে মেঘের বিচরণ
সাত রঙে রঙ মাখিয়ে ঝরা, এটাই বৃষ্টির আচরণ,
পাহাড়ের বুকে ঝর্ণার অভিরাম বর্ষণ
এ ধরণীর বুকে বয়ে চলে চিরন্তন নিদর্শন।

নিরাকার জল তরঙ্গরে ঢেউ
গতিরোধ করতে পারবেনা কেউ,
তারই ইশারায় কম্পিত হয় জমিন
যা কিছু সৃষ্টি তারই, ধ্বংস করবে একদিন।



তারিখঃ ১১/০৫/২০১৮