জানালার দক্ষিণ দ্বারে
বসে আছি আনমনে,
চেয়ে চেয়ে উষার পানে,
পাখীদের মিষ্টি মধুর গান শুনে
হারিয়ে যাই কোন সুদুর।
কি বৈচিত্র্যময় এ ভুবন
ইচ্ছে করে বেঁচে থাকি সারাজীবন,
ডানা মেলে উরে বেড়াই গগন পানে
এদিক সেদিক তেপান্তরে।
মনপবনের ছন্দে ছন্দে
এগিয়ে যাই বিনা দন্দে
পুস্প ভরা কাননে।
নদীর চরে গাঙ চিলে
মাছ তুলে আনে উজান জ্বলে,
কি আনন্দ তাদের মনে
শিকার পেলে প্রতি ছোবলে।
ঈগলের ঐ ছোবল দর্শন
কেড়ে নেয় জীবন ধ্বংসন,
রেহাই না পায় কোন বংশ
অটুট তাদের লক্ষ নিদর্শন।


তারিখঃ ০১/০২/২০১৮