ঝাঁকে ঝাঁকে উড়ছে পাখি
খুলে দেখ দুই আঁখি,
গগনের ঐ দুরপানে
ডানা মেলে উড়ছে আপনমনে।
ডানা যদি থাকতো আমার
যেতাম উড়ে কাছে তোমার,
বলতাম কথা বসে একই ডালে
দক্ষিণা হাওয়ার তালে তালে।
বাসা বাঁধতাম দিয়ে স্বর্ণা লতা
স্ন্যান করতাম গিয়ে ঝর্ণা তলা
সাঁঝের বেলা ঝিলের ধারে
দুষ্টুমিতে সময় কাটাতাম হাতে হাত ধরে।
জ্যোৎস্না রাতে তারার পানে
ঘুরে বেড়াতাম মুক্ত মনে,
থাকতো না কোন রাগ অভিমান
শুভ হতো সকল অভিযান।
পূর্ণ হতো মনের আশা
দৃঢ় ও মজবুত হতো ভালবাসা,
ভাঙ্গত না তা প্রলয়ের আগে
ধরে রাখতাম যে কোন মূল্য ও ত্যাগে।
তারিখঃ ০৯/০২/২০১৮