কত মধুর মায়ের মুখের বুলি
আমার খোকন সোনা কোথায় গেলি,
যেখানে থেকো আসো জলদি চলে
মায়ের বুকের আচলতলে।

তোর অপেক্ষায় কাজ ফেলে
বসে আছি আনমনে,
কখন আসবে খোকা বসবে কোলে
মা ডাক শুনবো বলে।

খোকন সোনার হাসি দেখে
সকল ক্লেশ যায় চলে,
মায়ের হাতের পরশ পেলে
খোকন সোনার ক্রোধ যায় চলে।

খোকন সোনার দুষ্টুমিতে
মা হাসে খিলখিলিয়ে,
পারার লোকেরা বলে বেড়ায়
ছেলেটা বড় দুষ্ট বেজায়।

এটাই হল মায়ের আদর
খোকার কাছে বড়ই কদর,
মায়ের স্নেহ ভালোবাসা
সব সময় থাকে পাবার আশা।


তারিখঃ ০৭/০২/২০১৮