হঠাৎ আসে কালবৈশাখী ঝড়
লন্ড বন্ড করে উড়িয়ে নিয়ে যায় বাড়ি ঘর,
ধুমরে মুছরে পরে থাকে গাছ পালা
চারিদিকে পানিতে ভরে যায় নদী নালা।
কালবৈশাখী ঝড়ের গতি
আগে থেকে বোঝা যায় না মতি গতি,
হঠাৎ প্রবাহিত হয় এদিক সেদিক
আবহাওয়াবিদরা খুজে পায়না এর কোন দিক।
ঝড়ের গতি যে দিকে ছুটে
তাণ্ডব চালিয়ে নিয়ে যায় লুটে,
ঝড়ের শেষে পাড়ার লোকেরা আসে ছুটে
ধ্বংসলীলা পড়ে আছে চারিদিকে ছিটে।
বৈশাখের ঝড়
কেড়ে নেয় বসত ঘর,
জীবনকে করে দেয় দুনিয়া থেকে পর
যারা বেঁচে থাকে নিঃস্ব হয়ে, কুল কিনারা নাই তার।
হঠাৎ ঝড়ের ছোবলে
লাখো কোটি মানুষ পরেছে কবলে,
সব কিছু ছিন্ন ভিন্ন করে কেড়ে নেয় প্রান
চারিদিকে বয়ে বেড়ায় মরন কান্না ভেসে আসে লাশের ঘ্রাণ।
তারিখঃ ০৯/০৪/০২০১৮