গোধূলি বেলা শেষে
সোনালি সন্ধ্যার আগমন
সাথে নিয়ে চন্দ্রঘন রাত।
চন্দ্রিমার উজ্জল আলোতে
নক্ষত্র গুলো দোল খাচ্ছে,
তারাগুলো চোখের ন্যায় তাকিয়ে আছে।
জোনাকিরা মিট মিট করে জ্বলছে,
আর আনন্দ উচ্ছাসে
দিগ দিগন্তে ছুটছে বিরামহীন।
প্রফুল্ল বয়ে আনে দিপ্তময় জীবনে,
ছোটোদের মনকে করে উজ্জল,
দেয় প্রশান্তির পরশ।
রাত যতো ঘনিয়ে আসছে,
চাঁদের আলো ততো ঘুমের দিকে ঢলে পরছে।
চোখ বুঝতে না বুঝতেই রবির আগমন।
এভাবে গোধূলির শেষে চাঁদ হাসে,
চাঁদের শেষে রবির উদায়ন।
প্রকৃতির এই ধারাবাহিকতা
চলছে সারাক্ষণ, যেটা খন্ডাবার
নেই কোন ক্ষমতা, নেই অবশেষ।
তারিখঃ ২৭/০১/২০১৮