গাঁয়ের বধূ
তাদের কাছে আছে এক যাদু,
তা জানে আমার বুড়ো দাদু
আর এ কথাটি বলে বেড়ায় শুধু শুধু।
বধুর মুখে আছে যতো মধু
বিলিয়ে দেয় সবার মাঝে,
কেড়ে নেয় সবার অন্তর
মিষ্টি কথার ভাজে ভাজে।
বধুর এ মহৎ গুন
পাড়ার লোকেরা করে গুন গুন,
এ কেমন গুণবতী নারী
যার রয়েছে রুপ ও লাবণ্যে ভারী।
বধূ যার মান তার
লজ্জাবতী নারীর ন্যায়,
বাড়ির গণ্ডীর মধ্যেই থাকতে হয়
যেটা এ যুগে কাম্য নয়।
এ যুগের বধূদের আছে স্বাধীনতা
মানবেনা তারা পরাধীনতা,
নারী পুরুষ সমান অধিকার
কোন ব্যাবধান থাকবেনা তাদের মধ্যেকার।