করো যতো ছলা কলা
তখন যাবে সময় বালা,
ধরা যখন পরবে, খুলে যাবে বন্ধ তালা
তখন বুঝবে এর কি জ্বালা।
ছল-চাতুরী আর চাটুকারি
এ নিয়ে যতই করো বাহাদুরী,
সময় ঠিকই বলে দিবে
হঠাৎ একদিন বেলুনের ন্যায় চুপসে যাবে।
কথায় কথায় মিথ্যা বলা
বেড়ে যাচ্ছে তার বদের পাল্লা,
উল্টে যাবে যখন দাঁড়িপাল্লা
থাকতে পারবেনা কোন পাড়া মহল্লা।
থু থু দিবে মুখে গালে
সমাজের বর্ন ধর্ম গোত্র মিলে,
ঘৃণা করবে সকল জাতি
কথায় কথায় মারবে লাথি।
যদি লজ্জা ও ইজ্জতের ভয় থাকে মনে
ছল-চাতুরী আর চাটুকারি ছেড়ে দেই আপন মনে,
যাতে বিশ্বাস করে জনে জনে
মানুষ হিসেবে থাকতে পারি সকলের সনে।